পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গঠন অনুসারে বাক্য।।বাক্য শ্রেণিবিভাগ।বাক্য -২।।২য় পর্ব।।বাংলা ব্যাকরণ।।H...

ছবি

বাংলা বানান ও উচ্চারণ।।Saleh Noor Likhon

  উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র                                                   বাংলা ২য় পত্র                                                বাংলা উচ্চারণের নিয়মসমূহ   ছালেহ নূর কাওছার লিখন বি.এ(অনার্স)এম.এ(বাংলা)রা.বি বাংলা বিভাগ উত্তরা টাউন কলেজ   ** বাংলা উচ্চারণের নিয়মসমূহ লেখো   উত্তর: বাংলা উচ্চারণের নিয়মসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। ১)শব্দের আদ্য ‘ অ ’ এর পরে ‘ য ’ ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে ‘ অ ’- এর উচ্চারণ ‘ ও ’ কারের মতো হয়। যেমন : অদ্য ( ওদ্ ‌ দো ), কন্যা ( কোন্ ‌ না ) ইত্যাদি । ২)শব্দের আদিতে ব - ফলার কোনো উচ্চারণ নেই। যেমন : শ্বাস , শ্বাপদ , দ্বিজ , দ্বার।   শব্দের মধ্যে ব - ফলা ব্যঞ্জনের দ্বিত্ব ঘটায় -বিদ্বা ন ( বিদ্‌দান্ ), স্বত্ব ( শৎতো ) ।     ৩)পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে য - ফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ             হয় না। যেমন : সন্ধ্যা ( শোন্‌ধা ), স্বাস্থ্য ( শাস্‌খো ) ইত্যাদি। ৪)শব্দের মাঝে বা শেষে ‘ ক্ষ ’- এর উচ্চারণ ‘ ক্‌খ ’ হয়ে থাকে।