EDUCATION WINDOW ।।Education for all in every where।।EDUCATION CHANNEL

Education Windowঅনলাইনে বিনামূল্যে দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনার সেবামূলক প্রকল্প।ভিডিও লার্ণিং এর সর্বাধুনিক মেথড এর মাধ্যমে পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তকের বাইরের টেকনিক্যাল ভিডিও প্রকাশ করবে।অনেক শিক্ষার্থীই কারণে -অকারণে মাঝে মাঝেই ক্লাসে অনুপস্থিত থাকে।আবার, অনেকেই সব ক্লাসে মনোযোগ বসাতে পারে না।শিক্ষার্থীরা যাতে হন্যে হয়েকোচিং এ না দৌঁড়িয়ে অনলাইনে এধরনের ক্লাস এর সাহায্য নিতে পারে -সেজন্য এ উদ্যোগ।কোন শিক্ষার্থী ইচ্ছে করলে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারবেন। Education Window এর সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লে শীঘ্রই লাইভ(live)class এর আয়োজন করা হবে।এজন্য সকলের সহযোগিতা কাম্য। শুধু একাডেমিক বিষয়ই নয় মোটিভেশন,শিক্ষাসংশ্লিষ্ট টকশো,টেকনিক্যাল বিষয়ে আমরা ভিডিও প্রকাশ করব।স্কুল বা কলেজের শিক্ষকবৃন্দ চাইলে এই চ্যানেলে তাদের ১০মিনিট পর্যন্ত ক্লাসের ভিডিও ক্লিপ প্রকাশ করতে পারবেন।ইচ্ছে করলে একই ট্রপিকের ২বা তিনটি পর্বের ভিডিওচিত্র প্রকাশ করতে পারবেন।তবে,এক্ষেত্রে কর্তৃপক্ষ তা সম্পাদনার বা প্রকাশ না করার অধিকার রাখেন।Education window S.N.Academy এর পরিবর্তিত নাম।

https://youtu.be/9huNtjdS2BU

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

hsc সাজেশন -২০২৪ ।।বাংলা ২য় পত্র ।।Short syllabus

উচ্চ মাধ্যমিক সৃজনশীল অনুশীলন(সহপাঠ)

বাংলা বানান ও উচ্চারণ।।Saleh Noor Likhon