বিএ/বিএস এস বাংলা সাজেশন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

                                                        বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

                                                        বিএ/বিএসএস পরীক্ষা-২০১৯

                                                        বাংলা ভাষা-১(সাজেশন)

ছালেহ নূর কাওছার  লিখন

 প্রভাষক,বাংলা বিভাগ

উত্তরা টাউন কলেজ

০১৬৭৭৭০৬৭৪৯

  রচনামূলক প্রশ্ন

১)সাহিত্যের শ্রেণিবিভাগ সম্পর্কে বিস্তারিত লিখুন।

২)ছোটগল্পের গঠনকৌশল ও রূপবৈচিত্র্য সম্পর্কে আলোচনা করুন।

৩)উপন্যাস কী?উপন্যাসের প্লট ও চরিত্র বিষয়ে যা জানুন লিখুন।

৪)’বঙ্গভাষা’ -কবিতার ভাববস্তু ও শিল্পমুল্য বিচার করুন।

৫)’অমর একুশে “ কবিতায় ব্যক্ত হয়েছে জাতীয় অস্তিত্বের পর্বান্তর-আলোচনা করুন।

৬)ইতিহাস -ভূগোলের প্রেক্ষাপটে ব্যক্তিগত প্রেম উপস্থাপনই ‘বনলতাসেন “কবিতার আধেয়-আলোচনা করুন।

৭)’ভিখু” চরিত্রটি বিশ্লেষণ করুন।

৮ )নয়নচারা গায়ে কী মায়ের বাড়ি?-আমুর এ জিজ্ঞাসার তাৎপর্য বিশ্লেষণ করুন।

৯)”অপঘাত”গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রভাব ও প্রতিক্রিয়া আলোচনা করুন।

১০)”সভ্যতার সঙ্কট “প্রবন্ধটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মসমালোচনার দলিল-আলোচনা করুন।

১১)মোতাহের হোসেন চৌধুরীর”সংস্কৃতি কথা” প্রবন্ধের মুল বক্তব্য লিখুন।

সংক্ষিপ্ত উওরমূলক প্রশ্ন

ক)ছোটগল্পের সংজ্ঞা দিন।

খ)বাংলা গদ্যের প্রথম চারদশকে যে ধরনের গদ্য রচিত হয়েছিল তা লিখুন।

গ)সমাজে যৌবনের দুষ্ট প্রকাশ কীভাবে ঘটে? ঘ)শহর ও শহরের মানুষ প্রসঙ্গে আমুর উপলব্ধি লিখুন।

ঙ ) উপন্যাসের প্লট কাকে বলে? চ)হংস বলাকার উড়ে যাওয়ার দৃশ্য কবি চিত্তে কী প্রভাব ফেলেছিল?

ছ)’হাজার বছর ধরে ‘কবি কোথায় পথ পরিভ্রমণ করেছেন?জ)ভিখুর অতীত জীবন কেমন ছিল?

ঝ)’পরধন -লোভে -মত্ত ‘বলতে কবি কী বুঝিয়েছেন? ঞ )সমাজে মানসিক যৌবন প্রকাশের উপায় কী? ট)প্রবন্ধের শ্রেণিবিভাগ করুন।

                                 Subscribe youtube channel for online class :

                                      Education Window


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

hsc সাজেশন -২০২৪ ।।বাংলা ২য় পত্র ।।Short syllabus

উচ্চ মাধ্যমিক সৃজনশীল অনুশীলন(সহপাঠ)

বাংলা বানান ও উচ্চারণ।।Saleh Noor Likhon